সিরাজগঞ্জ-৩ আসনে ২য় বারের মতো বিপুল ভোটে এমপি নির্বাচিত হলেন অধ্যাপক আব্দুল আজিজ

মনিরুল তাড়াশ প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ- তাড়াশ) আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী অধ্যাপক ডা মোঃ আব্দুল আজিজ।
সিরাজগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র এসব তথ্য জানিয়েছেন।
নৌকার প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের সাকোয়াত হোসেন সুইটকে তিনি ৭২ হাজার ৯৩৮ ভোটে হারিয়েছেন।
এই আসনে মোট ১৫৩ টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী আব্দুল আজিজ নৌকা প্রতীকে ভোট ১লক্ষ ১৭ হাজার ৬৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দি কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলোচিত স্বতন্ত্র ঈগল প্রতীকের সাকোয়াত হোসেন সুইট পেয়েছেন ৪৪ হাজার ৭০৪ ভোট।
৭ জানুয়ারী সকাল ৮টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত।

 

Check Also

বারুহাস উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নাবী পালিত

মোঃ মনিরুল ইসলাম তাড়াশ সিরাজগঞ্জের তাড়াশ বারুহাস উচ্চ বিদ্যালয় এর আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সা) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *