মোঃ মনিরুল ইসলাম তাড়াশ সিরাজগঞ্জঃ
ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্নআয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল জান্নাতয়ারা (জান্নাত) মহিলা যুবলীগ নেত্রী। শুক্রবার সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বৃ-পাচান, উলিপুর,চকজয় কৃষণপুর,বোয়ালিয়া,সহ আরো অনেক গ্রামের অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এই নেত্রী।
শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে সাবেক ছাত্রনেতা শাফী বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। এ সময় তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে সবাইকে আহ্বান জানান। যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড কারও চোখে পড়লে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করেন জান্নাত।