তাড়াশে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত

মনিরুল তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় রবিউল ইসলাম রবি (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল আরোহী নিরব হোসেন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার তালম ইউনিয়নের রানীরহাট-জামতৈল আঞ্চলিক সড়কের বগা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্র রবিউল ইসলাম রবি উপজেলার তালম ইউনিয়নের হাড়িসোনা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও শেরপুর সামিট কলেজের এইচএসসির প্রথম বর্ষের ছাত্র এবং আহত কলেজছাত্র নিরব একই এলাকার তোফায়েল আহমেদের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আজিজুর রহমান জানান, কলেজ ছাত্র রবিউল ইসলাম রবি তার বন্ধু নিরবকে নিয়ে সিংড়ার বামিহাল কলেজে যাওয়ার পথে বগা ব্রিজ নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মোটরসাইকেল আরোহী বন্ধু নিরব গুরুত্বর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) রতন কুমার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। এ সময় পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহত কলেজছাত্র রবিউল ইসলাম রবির মরদেহ তার পরিবারের জিম্মায় দেয়া হয়।

 

Check Also

তাড়াশে মহিষলুটি মৎস্য আড়ৎ উন্নয়নে আলোচনা সভা

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে মহিষলুটি আড়ৎ অফিসে আড়তের সেড নির্মান কাজ সম্পন্ন ও আড়তের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *