তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

মোঃ মনিরুল ইসলামঃ আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী এলাকাগুলোতে বইতে শুরু করেছে নির্বাচনের বাতাস, পাশাপাশি সর্বক্ষেত্রে ভোট নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। এরই ধারাবাহিকতায় তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচনী এলাকাও পিছিয়ে নেই, মাঠে প্রান্তরে হাটবাজার সর্বত্র চলছে ভোট এবং প্রার্থী নিয়ে চুলচেরা বিশ্লেষণ। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১,৫৬৫৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৭৭,৯৮৯ জন, নারী ভোটার সংখ্যা ৭৮,৫৩৯ জন এবং হিজরা ভোটার সংখ্যা ৩ জন। জেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে বৃহস্পতিবার ০২ -০৫-২৪ তারিখে ২ জন চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন, প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। চেয়ারম্যান পদে সন্জিত কর্মকার পেয়েছেন আনারস প্রতীক, মনিরুজ্জামান মনি পেয়েছেন দোয়াত কলম প্রতীক, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে জর্জিয়াস মিলন রুবেল পেয়েছেন চশমা প্রতীক, আনোয়ার হোসেন খান পেয়েছেন বৈদ্যুতিক বাল্ব প্রতীক, আব্দুল খালেক পিয়াস পেয়েছেন তালা প্রতীক, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোয়ারা বেগম মিনি পেয়েছেন কলস প্রতীক, মর্জিনা খাতুন পেয়েছেন সিলিং ফ্যান প্রতীক, মাহফুজা আক্তার পেয়েছেন ফুটবল প্রতীক, শায়লা পারভীন পেয়েছেন প্রজাপতি প্রতীক এবং নাজমা খাতুন পেয়েছেন হাস প্রতীক। উল্লেখ্য, আগামী ২১ মে ২০২৪ তারিখে মোট ৭১ টি ভোট কেন্দ্রে ইভিএম পদ্ধতি তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Check Also

তাড়াশে মহিষলুটি মৎস্য আড়ৎ উন্নয়নে আলোচনা সভা

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে মহিষলুটি আড়ৎ অফিসে আড়তের সেড নির্মান কাজ সম্পন্ন ও আড়তের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *