বারুহাস উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস পালিত

  1. মনিরুল তাড়াশ প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। বিজয় দিবস উদযাপন উপলক্ষে  শনিবার  সূর্যাদয়ের সাথে সাথে প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলামের সঞ্চালনায়, কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পতাকা উত্তোলন করে বিজয় দিবসের কর্মসুচির উদ্বোধন করেন, অত্র প্রতিষ্ঠানের সভাপতি এজাজ খান চৌধুরী লিটন সাহেব,
পরে  শহীদদের স্মরণে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ এবং সকল বীর শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অপরদিকে  স্কুল, কলেজের শিক্ষার্থীদের শরীরর্চচা প্রদর্শন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন  ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, সকল শিক্ষক,কমর্চারী,ছাত্র ছাত্রী সহ সাংবাদিক, সূশীল সমাজের ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
এ ছাড়া দিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য সংবর্ধনা, প্রীতি ফুটবল ও ক্রিকেট খেলা, সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, মিলাদ মাহফিল, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

Check Also

তাড়াশ প্রেসক্লাবে কলম সৈনিক পত্রিকার সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদের মত বিনিময়

তাড়াশ, (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করেছেন দৈনিক আজকের জনবানী ,দৈনিক কলম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *