তাড়াশে শুভ বড়দিন পালিত

মনিরুল তাড়াশ প্রতিনিধি: নানা উৎসব ও ভাবগাম্ভীর্য্যরে মধ্যে দিয়ে সিরাজগঞ্জের তাড়াশে ৪ টি গীর্জায় খ্রিস্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড় দিন পালিত হয়েছে।
আজ সোমবার(২৫:ডিসেম্বর) সকালে উপজেলার গুল্টা মিশনে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বড়দিন উৎযাপিত হয়। খ্রিস্টধর্মের প্রবর্তক এইদিনে যীশু খ্রিস্ট ফিলিস্তিনের পশ্চিম তীরে বেথলেহেম শহরে এক গোয়ালঘরে কুমারী মাতা মেরির কোলে জন্মগ্রহণ করেন।
এ উপলক্ষে গুল্টা মিশনে কেক কাটা প্রার্থনা নাচগানসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে শুভ বড় দিন পালিত হয়। গুল্টা খ্রিস্টান পল্লীর চেয়ারম্যান লিখিল খাঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ ।
এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর আলম লাবু, উপজেলা ভাইস চেয়াম্যান আনোয়ার হোসেন খান, তালম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্বাউসজ্জামান, যুবলীগ সাধারণ সম্পাদক  ফরহাদ আলী বিদ্যুৎ, ইউপি চেয়ারম্যান মো. আব্দুল খালেক, তাড়াশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামিউল হক শামীম, ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদ, বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি মি. নিখিল খাঁ খাঁ, জেমস বিপ্লব এক্কা সহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কেক কেটে জন্মদিন পালন করা হয়।

Check Also

তাড়াশ প্রেসক্লাবে কলম সৈনিক পত্রিকার সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদের মত বিনিময়

তাড়াশ, (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করেছেন দৈনিক আজকের জনবানী ,দৈনিক কলম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *