মনিরুল , তাড়াশ প্রতিনিধিঃ দ্বাদশ সংসদ নির্বাচনে টানা দ্বিতীয় বারের মতো নিরঙ্কুশ বিজয় লাভ করায় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ কে তাড়াশ প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মামনা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে ১৯ জানুয়ারি শুক্রবার সকাল ১০.৩০ টায় তাড়াশ প্রেসক্লাব হলরুমে তাড়াশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শামিউল হক শামীমের সঞ্চালনায় এবং প্রভাষক মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সঞ্জিত কর্মকার, সহ সভাপতি হোসনেয়ারা লাভলী, তাড়াশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় মো. আনোয়ার হোসেন খান ও মর্জিনা ইসলাম, তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হক মাসুদ, যুবলীগের সাধারন সম্পাদক মো. ফরহাদ আলী বিদ্যুৎ, দোবিলা ইসলামপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান, জহির উদ্দিন বিজ্ঞান কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু সাইদ, তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম,সেচ্ছাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন রুবেল, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদ, পৌর ছাত্রলীগের সভাপতি আতিক, সাধারন সম্পাদক আরিফসহ তাড়াশ প্রেসক্লাবের নবীণ প্রবীণ সাংবাদিকবৃন্দ।