তাড়াশে একই বাড়ীর ৩ জনকে গত শনিবার রাতে ঘাতকের হাতে বাবা মাসহ দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী পারমিতা সরকার তুষির হত্যাকারী আসামী  রাজিব ভৌমিকের মৃত্যুদন্ড চেয়ে  মানববন্ধন 

মনিরুল তাড়াশ  প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে একই বাড়ীর ৩ জনকে গত শনিবার রাতে ঘাতকের হাতে বাবা মাসহ দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী পারমিতা সরকার তুষির হত্যাকারী আসামী  রাজিব ভৌমিকের মৃত্যুদন্ড চেয়ে  মানববন্ধন  করেছে তুষির সহপাঠী তাড়াশ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা ও শিক্ষকমন্ডলী। ১ ফেব্রয়ারী  বৃহস্পতিবার  সকালে ওই  স্কুলের ছাত্রী পারমিতা সরকার তুষি ও তাঁর বাবা মায়ের হত্যাকারীকে দ্রুত ফাসির দাবিতে বিদ্যালয়ের গেইট থেকে শুরু করে মানববন্ধনটি মেইন রোডে বিস্তৃত করে। মানব বন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এককন্ঠে আসামীর ফাঁসি দাবি করে।  এই মানবন্ধনে  তুষির সহপাঠী অর্পিতা সূত্রধর, কাকণ ঘোষ, জয়িতা ঘোষ, মাহি আরো কাঁদলেন শিক্ষক আনিসুর রহমান,প্রধান শিক্ষক আলী হাসান। শিক্ষক শিক্ষার্থী উপস্থিত লোকজন তুষির সহপাঠিদের স্মৃতিচারণ শুনে কেঁদে ফেলেন।
এ সময় শিক্ষার্থী ও শিক্ষকরা ঘাতক রাজিব ভৌমিকের মৃত্যুদন্ড চেয়ে বিভিন্ন ব্যানার ফেস্টুন ব্যবহার করে প্রতিবাদ করেন। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা বক্তব্য দেওয়ার সময় তুষির হত্যাকারীকে দ্রুততম সময়ে সনাক্ত করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান। পাশাপাশি দ্রত বিচার শেষে ঘাতক রাজিব ভৌমিকের ফাঁসি দাবী করেন তারা।
তাড়াশ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আহসান বলেন, আমাদের বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী পারমিতা সরকার তুষি ও তার বাবা এবং মাকে এক সাথে নিহত করায় আমরা শোকাহত। আসামীর ফাঁসির দাবিতে এই মানববন্ধন করা হয়েছে।
 

 

Check Also

তাড়াশ প্রেসক্লাবে কলম সৈনিক পত্রিকার সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদের মত বিনিময়

তাড়াশ, (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করেছেন দৈনিক আজকের জনবানী ,দৈনিক কলম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *