মনিরুল ইসলাম তাড়াশঃসিরাজগঞ্জের তাড়াশে বয়স্ক মানুষজন বিনা মূল্যে খাবার খেয়ে খুশি হয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন। ৪ ফেরুয়ারী রবিবার দুপুরে ভিলেজ ভিশন বাংলাদেশের আয়োজনে ও ঢাকা বিশ্ব বিদ্যালয় কেন্দ্রিক একটি সেচ্ছাসেবী সংগঠন ‘পাশে আছি’র সহযোগিতায় উপজেলার বারুহাস ইউনিয়নের লাউশন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় ১শ জন বয়স্ক মহিলা ও পুরুষদের নিয়ে সারিবদ্ধভাবে চটে বসে দুপুরের খাবার খাচ্ছেন। খাবারের তালিকায় ছিল পোলাও, মুরগির রোস্ট, বুটের ডাল আর সালাদ। খাওয়া শেষে সবাই ভিলেজ ভিশন বাংলাদেশের নির্বাহী পরিচালত শরিফ খন্দকারসহ আয়োজকদের মাথায় হাত দিয়ে দোয়া করেন এই বৃদ্ধ জনগন। খাবার খেতে এসেছিলেন ইউনুছ আলী (৬৫),আব্দুস সালাম (৬৮) এরকম অকেকেই। তাদের মধ্য থেকে বলেন, ‘অভাবের সংসারে এখনো কাজ করি। কিন্তু ভালোমন্দ খাবার খেতে পারি না। তাই দাওয়াত পেয়ে আমজনতার হোটেলে খেতে এসেছি। এই স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভিলেজ ভিশন মাঝে মধ্যেই এলাকার অসহায়–দুস্থ মানুষদের জন্য এক বেলা ভালো খাবার খাওয়ানোর আয়োজন করে।। ২০২১ সাল থেকে প্রতি শুক্রবার সর্বোচ্চ ১০০ জনের জন্য তারা এ আয়োজন করে।
সংগঠনের পরিচালক শরিফ খন্দকার বলেন, প্রথমে তারা এলাকায় খোঁজখবর নেন। তারপর দুস্থ-গরিব পরিবারের বাড়িতে গিয়ে সদস্যদের দাওয়াতের স্থান ও সময় জানিয়ে টোকেন দিয়ে আসেন। নির্ধারিত দিনে ওই টোকেন নিয়ে দাওয়াতিরা হাজির হন।