মোঃ মনিরুল ইসলামঃ তাড়াশ উপজেলা প্রশাসনিক ভবনে অস্থায়ী পৌর কার্য্যালয় ছেড়ে দিয়ে তাড়াশ পুরাতন (সিনেমা হল) অডিটোরিয়াম ভবনে পৌরসভার নতুন কার্য্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ০২-০৫-২৪ তারিখে তাড়াশ পুরাতন অডিটোরিয়াম ভবনে তাড়াশ পৌরসভার নতুন কার্য্যালয়ের শুভ উদ্বোধন করেন, তাড়াশ রায়গঞ্জের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ এমপি। এসময়ে উপস্থিত ছিলেন তাড়াশ পৌরসভার মেয়র মোঃ আব্দুর রাজ্জাক এবং ৯ টি ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ। আরো উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাসুদ, তাড়াশ ইসলামি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বিএসসি, বিভিন্ন পর্যায়ের গণমাধ্যম কর্মী ও পৌর এলাকার বিভিন্ন শ্রেনী পেশার গণ্যমান্য ব্যক্তিদয়। উদ্বোধন পরবর্তী পৌর মেয়র বলেন, আজ থেকে পৌর নাগরিকদের যাবতীয় সেবা সার্ভিস ও অফিসিয়াল কার্যক্রম এই ভবনে পরিচালিত হবে। উল্লেখ্য, ৩০ ডিসেম্বর ২০১৭ সালে ৯টি ওয়ার্ড নিয়ে গ শ্রেণীর তাড়াশ পৌরসভা গঠিত হয় এবং ২২ আগষ্ট ২০২৩ তারিখে নির্বাচিত প্রথম পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করছেন মোঃ আব্দুর রাজ্জাক।
Check Also
তাড়াশে ক্রীড়া প্রতিযোগিতার সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
তাড়াশ (সিরাজগঞ্জ ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে ৫১তম বাংলাদেশ জাতীয় গ্রীষ্মকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরির কাবাডি, …