তাড়াশ ( সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জ তাড়াশের গুল্টা বাজার শহীদ এম, মনসুর আলী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আবুল বাসারকে সিরাজগঞ্জ জেলা জর্জ কোর্ট এক বছরের জেল ও ছয় লহ্ম পঞ্চাশ হাজার পাঁচশত টাকা জরিমানা করেছেন।
অধ্যাপক আবুল বাসার সরকার তাড়াশ উপজেলার তালম মধ্য পাড়া গ্রামের আফসার আলী সরকার ও মোছাঃ খাদিজা দম্পতির ছেলে।
জানা গেছে, অাবুল বাশার তাড়াশ উপজেলা শিক্ষক কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর নিকট থেকে গত ২৬/০৪/২০১৭ সালে ঋণ গ্রহণ করেন। ঋণের কিস্তি নিয়মিত পরিশোধ না করায় প্রতিষ্ঠানটি তার বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলা জজ কোর্টে একটি চেক ডিজঅনারের মামলা দায়ের করে ।
বিজ্ঞ আদালত মামলাটির নথিপত্র চুলচেরা বিশ্লেষণ করে গত ০৩/১১/২০২৪ তারিখে আসামিকে এক বছরের জেল ও ছয় লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশত টাকা জরিমানা রায় ঘোষনা করেন।
গত ০৩/১১/২০২৪ ইং তারিখে মামলার হাজিরার ডেট থাকায় আসামি আবুল বাসার সরকার কোর্টে হাজিরা দিতে গেলে
আদালত উক্ত রায় শেষে তাকে জেল হাজতে প্রেরন করেন।