তাড়াশে মহিষলুটি মৎস্য আড়ৎ উন্নয়নে আলোচনা সভা

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে মহিষলুটি আড়ৎ অফিসে আড়তের সেড নির্মান কাজ সম্পন্ন ও আড়তের সার্বিক উন্নয়নের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে মহিষলুটি মৎস্য আড়ৎ এলাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ওই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মো. আজম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপি’র সভাপতি স.ম আফছার আলী। মহিষলুটি চৌরাস্তা একতা মৎস্য ব্যবসায়ী ও আড়তদার সমবায় সমিতি লিমিটেডের আয়োজিত সভায় বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক মো. সাইদুর রহমান, তাড়াশ উপজেলা বিএনপি’র যুব দলের আহবায়ক এফ এম শাহ আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক রাজিব আহমেদ মাসুম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. শাহাদৎ হোসেন প্রমূখ।
এ সময় সভায় মহিষলুটি চৌরাস্তা একতা মৎস্য ব্যবসায়ী ও আড়তদার সমবায় সমিতি লিমিটেডের নবগঠিত কমিটিকে স্বাগত ও শুভেচ্ছা জানানো হয়। পরে ১২ সদস্য বিশিষ্ট ওই কমিটির সদস্যদের নাম ঘোষনা করা হয়। সভাপতি আজম আলী, সহ-সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জলিল, সদস্য মো.কামরুজ্জামান, মো. হেলাল হোসেন, শাহ জাহান আলী, আলতাব হোসেন, আইয়ুব আলী, সোহেল রানা, রফিকুল ইসলাম, শেখ কামাল ও আব্দুস কুদ্দুস।

Check Also

তাড়াশ প্রেসক্লাবে কলম সৈনিক পত্রিকার সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদের মত বিনিময়

তাড়াশ, (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করেছেন দৈনিক আজকের জনবানী ,দৈনিক কলম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *