সিরাজগঞ্জের তাড়াশে বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থীর গাড়ি বহরে হামলা করে তাকে হত্যা চেষ্টা ও নাশকতা মামলায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খাঁন কে গ্রেফতার করেছে র্যাব
র্যাব-১২ এর একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার বিকেলে ঢাকা সাভারের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন খাঁন তাড়াশ পৌর শহরের খাঁন পাড়া এলাকার বাসিন্দা।
থানা পুলিশ সূত্রে জানাগেছে, ২০১৮ সালে ১১ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী ও সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী প্রচারণা চলাকালে বারুহাস ইউনিয়নের বিনোদপুর বাজারে তার গাড়ি বহরে হামলা, ভাঙচুর ও তাকে হত্যা চেষ্টা করা হয়।
এ মর্মে গত ১১ সেপ্টেম্বর বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি অসাদুজ্জামান বাদী হয়ে তাড়াশ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তিনি ৭ নং নামীয় আসামী থাকায় তাকে গ্রেফতার করা হয়। এছাড়াও অন্য একটি নাশকতা মামলায় তিনি নামীয় আসামী। এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান আনোয়ার হোসেন খাঁন কে থানায় হস্তানতর করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।